গল্পঃ অন্ধকার জগতের শয়তান ও পরী
লেখকঃ রাব্বি
পর্বঃ ৬(এবং শেষ পর্ব)
তখন আমি এবং মায়া মনে মনে পাতাল পুরিতে জাবার কথা বলতে না বলতেই সেখানে চলে আসলাম।এসে আমরা দেখলা চার পাশে শুধু পাথরের দেয়াল আর কিছুই নাই।তখন মায়া আমাকে বললো এটা আমরা কোথায় আসলাম, আমরা কী তাহলে ভুল জাগায় এসে পরেছি।তখন আমি মায়াকে বললাম তোমার কি মনে নাই এই কাগজে লেখাছিলো শুর মানে বাজনা বাজাতে হবে তাহলেই পাতাল পুরি আবার জেগে উঠবে।কিন্ত কিসের বাজনা বাজাবো তাতো জানিনা।
আচ্ছা আমার দাদু যখন আমাকে এই বাঁশিটা দিয়েছিলো তখন বলেছিলো এই বাঁশির কিছু বিশেষ গুন আছে।সেই বাঁশিটা একবার বাজিয়ে দেখতাম জদি কিছু হয়।কিন্ত বাঁশিটা এখন আমার কাছে নাই।তখন মায়া বললো সেটা এখন কোথায় আছে বলতে পারবে।তখন আমি বললাম সেটা এখন আমার টেবিলের উপরে আছে।কারন আসার সময় সেটা নিয়ে আসবার জন্য বের করেছিলাম তখন টেবিলের উপরে রেখে ছিলাম কিন্ত আসবার সময় মনে ছিলোনা।তখন মায়া কিছু সময় চোখ বন্ধ করে থাকলো এবং হটাৎ বাঁশিটা ওর হাতে চলে আসলো।তার পরে আমি বাঁশিটা নিয়ে বাজাতে থাকলাম তার কিছু সময় পরে এক পাশের দেয়াল দুইদিকে চলে গেলে এবং একটা ঘর বেরিয়ে আসলো।তখন আমি এবং মায়া সেই ঘরে চলে আসলাম।এবং দেখলাম মাটির নিচ থেকে একটা কিছু উঠে আসতেছে।জিনিসটা ছিলো একটা বলের মতো তার সারা শরীর দিয়ে সাদা রং এর আলো ছরাচ্ছে ।জিনিসটা এসে হাওয়ায় ভেসে থাকলো কিছু সময়।
তার পর সেটা মায়ার হাতে এসে বসলো।এর পর আমি ও মায়া ঘরটা থেকে বের হলাম।এবং দুইজন বলাবলি করতে লাগলাম এটা দিয়ে কিভাবে কি করবো কিছুইতো বুঝতে পারছিনা।
তখন হটাৎ সেই দেয়ালের দিকে নজর পরলো এবং দেখলা সেখানেও এরকম আরেকটা জিনিস আছে।এবং সেটার কাছে জাওয়ার সাথে সাথে দুইটা মিলে গেলে।এবং ঝরের মতো বাতাস হতে শুরু করলো আমরা তখন দেয়ালে একটা সাইডে ধরে দারিয়ে আছি।তখনি দেখলাম সেই শয়তানটা এসে ঘরের ভিতরে আটকা পরলো।এবং তার পরেই শয়তাননী মনে মায়ার ছদ্মবেশী মা সেও চলে আসলো এবং সে যাবার সময় মায়ার হাতটা ধরে ফেললো।
আমি অনেক চেষ্ট করলা চারানোর কিন্ত পারলাম না।মায়াও চলেগেলে সেই ঘরে আর সাথে সাথে ঘরটা বন্ধ হয়ে গেলো ওদের সাথে আমার মায়াও আটকাপরে গেলো।এবং বাতাসটা থেমে গেলো।তার পর আমি অনেক চেষ্টা করলাম মায়াকে বাচানোর।এবং ঘরটা আবার খুলার জন্য কিন্তু কোন ভাবেই পারলাম না।হটাৎ কোন একটা অদৃশ্য শক্তি আমাকে পাতাল পুরি থেকে বের করে উপরে নিয়ে আসলো।পারলাম না আমি আমার মায়াকে বাচাতে।
ওই শয়তানদের সাথে আমার ভালোবাসাকেও মেরে ফেললাম।
হে আল্লাহ এমন কি দোষ করেছিলাম যার কারনে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে।
(সমাপ্ত)
ভুল গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কেমন লাগলো গল্পোটা জানাবেন।আপনাদের সবার মতামত আশা করছি।