- রম্যগল্প।
- মরুভূমি_ইনবক্স।
- লেখকঃ ইভান আদনান।
আম্মুকে বললাম - আম্মু কয়েক হাজার টাকা দাও, দূরে কোথাও ঘুরতে যাবো। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়না।
আম্মুঃ কোথায় ঘুরতে যাবি "ইভান" ?
আমিঃ যতো টাকা দিবে, ততো দূরে ঘুরতে যাবো।
আম্মুঃ ইভান?
আমিঃ হ্যা আম্মু বলো!
আম্মুঃ মরুভূমি তোর কেমন লাগে?
আমিঃ Wow, মরুভূমিতে ঘুরতে যেতে বলো? তাহলে তো দেশের বাহিরে যেতে হবে। কয়েক লাখ টাকা দাও তাহলে। কোনো ভালো মরুভূমি থেকে ঘুরে আসি।
আম্মুঃ ইভান শোন, তোকে ভালো একটি বুদ্ধি দেই। তুই তো ফেসবুক চালাস তাইনা?
আমিঃ হ্যা চালাই তো কেনো?
আম্মুঃ তোর ইনবক্সে কোনো মেয়ে মেসেজ দেয়?
আমিঃ নাহ, কোনো ছেলেই মেসেজ দেয় না। আর মেয়ে তো দূরের কথা। আমার ইনবক্স তো পুরাই মরুভূমি।
আম্মুঃ হ্যা আমি ঠিক এটাই বলতে চেয়েছি। তোর ইনবক্স যেহেতু মরুভূমি। ইভান, তুই এক কাজ কর। তুই সারাদিন তোর ইনবক্সেই ঘুরোঘুরি কর। দারুণ একটি মরুভূমির ফিল পাবি। শুধু শুধু অযথা এতো টাকা নষ্ট করে কোনো লাভ আছে?
আম্মুর কথা শুনে - আমার বুকে চি/ন/চি/ন ব্যাথা শুরু হয়ে গেলো। অতঃপর আর কোনো কথা না বলে - বুকে হাত দিয়ে ভাবতে লাগলাম। আজকে সিঙ্গেল বলে - আম্মুও এভাবে অ/প/মা/ন করে। এ জীবন রেখে কি লাভ? 🙂
বি:দ্রঃ- লেখার মাঝে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন- ধন্যবাদ।