ধ্রবতারা
গল্প কন্যা (ছদ্ম নাম)
আহ...ছাড়েন....!কি ব্যপার!! এমন হাত ধরে টানছেন কেন?
কিছু হলেই আমাকে টানাটানি করেন কেন?আশ্চর্য!!!!
(টেনে ধ্রুবর রুমে নিয়ে ছাড়লো,সে রাতের কথা মনে হতেই ঢোক গিললো )
ধ্রুব - কার সাথে ঘুরতে গিয়েছিলি?
-ফ্রেন্ডদের সাথে...
- (মোবাইল বের করে )তো জিসান তোদের সাথে কি করছে !!!!
-ওহ এইটা আপনার কাছে পৌঁছে গেছে.....!!
-যা জিজ্ঞেস করছি তার উত্তর দে.....
-যা ইচ্ছে তাই ,আপনি জেনে কি করবেন!!!
-আমি জেনে কি করবো...? ও... কি করে এলো এখানে???কাহিনী না করে সোজা সোজি বল....?
-না.... কেন বলবো....!আপনাকে কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য না।সরুন কোচিং থেকে এসেছি মাত্র, ব্যাগটা ও নামাতে পারিনি.....
(বেলা ১২টা বাজে টানা ২ঘন্টা কোচিং করে ১ ঘন্টা জ্যামে আটকে টায়ার্ড হয়ে বাড়ি ফিরেছে,,ফাহিমের সাথে কথা বলতে বলতে সিড়ি দিয়ে ওঠে করিডোরে পা দিয়েছে তখনই ধ্রুব এসে ওকে টেনে ঘরে নিয়ে এসেছে পিছনে ফাহিম পুরা থ )
-(ব্যাগ টান দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে)কথা ঘুরাবি না... ওখানে কার সাথে গিয়েছিলি?আর জিসান তোদের সাথে কি করছে?
-আজব তো!!এমন করছেন কেন যেতে দেন.... (যাওয়ার জন্য হাটা দিতেই দু' হাত আগলে সামনে দাঁড়িয়ে )
-যাবি তবে আমার কথার জবাব দিয়ে..। ও তোদের সাথে কি করে? আর তোর এতো ক্লোজ কবে হলো যে একদম গা ঘেঁষে বসেছিস?হুম?
-কি যা তা বলছেন.... উনি আমার ক্লোজ হবে কেন?ওটা তো ছবি তোলার জন্য অরিন বলেছে তাই,কিন্তু আপনার তাতে কি.....?
-কেউ বললেই কি আর এক জনের গায়ের উপর ওঠে যেতে হবে....? কেন গেলি.....? আমার যে কি তা সময় মত টের পাবি.....!!!
-( চিল্লিয়ে )আপনি আমার সাথে এমন করেন কেন??হ্যা....!!!কি করি... সব সময় আমি, যে এমন করেন?সে দিন রাতে ও মিস বিহেভ করলেন,যা মুখে এসেছে তাই বলেছেন.....,
কিচ্ছু বলিনি........
কারণ,মা আমাকে আপনার সাথে বারাবাড়ি করতে নিষেধ করেছিল....,কিন্তু,আজকে.... না বুঝে... না জেনে কেন এমন করছেন? কো ইনসিডেন্টলি দেখা হয়েছে.... দেটস ইটস.... এটাকে কি বানালেন....!! আর বলবেন না কেন!!!!
আপনি তো আবার ,আমাকে... ক্যারেক্টর লেস ভাবেন!! তাই বলতে পারেন ,
কিন্তু,আমি জানি.... আমি ক্যারেক্টর লেস না....!!শুনছেন.........আপনি....!!!
আমি ক্যারেক্টর লেস না....।
(শান্ত সরে)
এতো টুকু বয়সে এখন পর্যন্ত বাড়ির কেউ আমার সাথে এমন বিহেভ করেনি যা আপনি আমার সাথে করেছেন....!সেই তিন বছর আগেও ,ঠিক যাওয়ার আগ মূহুর্তে আমার সাথে এমন করেছেন...! কতো গুলো দিন কোনো যোগাযোগ ছিলো না...!! কিন্তু এখন আবার এসে আমার সাথে এমন করছেন।
(চিল্লিয়ে)কখনো আমাকে বোঝার চেষ্টা করছেন....।(ধ্রুবকে এরিয়ে দরজার কাছে গিয়ে)
আর একটা কথা..... কখনো এভাবে যেখানে সেখানে হাতে ধরবেন না আর কোনো রুমে ও টেনে নিয়ে আসবেন না সবাই সেটা ভালো ভাবে নিবে না,আর আমি সেই অধিকার দেইনি আপনাকে। (বলেই চলে গেল )
ধ্রুব -(চুপ করে)...........
আসলেই তো কখনো তো বোঝার ট্রাই করিনি.... রাগের মাথায়... সেদিন যা নয় তা বলেছি।তিন বছর আগেও তো ,ভুল ই ছিল রাগের বশে খুব বারাবাড়ি করে ছিলাম.... পরে যোগাযোগ করে ক্ষমা চাইতে চেয়ে ছিলাম,কিন্তু,তুর আর কথা বলেনি....
তুরের মা তুরের মাথায় তেল দিবে
(সপ্তাহে দুইদিন ওর মা..... এলোভ্যারা গাছ থেকে এলোভ্যারা জেল,ক্যাস্টার্ড ওয়েল,অলিভ ওয়েল,মেথি বাটা,মেহেদি বাটা,পেয়াজের রস,নারিকেল তেল,এক চামচ লেবুর রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরী করে সপ্তাহে দুই দিন ওর মাথার স্কাল্পে ও চুলে মেসেজ করে ১ঘন্টা রেখে পরে শ্যাম্পু করে দেয় )
তো সেই মোতাবেক আজকে মিশ্রণ টি নিয়ে বসেছে....জামায় তেল লেগে যাওয়ার কারণে একটা তোয়ালে পেঁচিয়ে নিয়েছে শরীরে আর একটা ছোট মোড়ায় বসেছে।আর ওর মা মাথায় মিশ্রণটি দিয়ে দিচ্ছে..........
দেওয়া শেষে মাথার চুড়োয় চুল গুলো একটা খোপা বানিয়ে দিয়েছে .... আর ঘড়ি ধরে ১ঘন্টা ওয়েট করতে বলে গেছেন রান্না ঘরে কাজ গুছাতে......।
তুর বসে থেকে বোরিং হবে তাই বসে বসে ফেসবুক স্ক্রল করছে..... ভিডিও দেখছে আর হাসছে....
এভাবেই ৩০মিনিট ওভার হয়েছে..... হঠাৎই দরজা খোলার শব্দে তাকায় দরজার দিকে......
ধ্রুব দাঁড়িয়ে আছে ,রেগুলারের মতো ঢোলা থ্রি কোয়ার্টার পেন্ট আর হাতা কাটা টিশার্ট, হাতে তুরের ব্যাগ যে টা তখন ফেলে এসেছিল...
কিন্তু ,এমন ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিল না।
তুর ওকে দেখে হতোভাগ হয়ে দাঁড়িয়ে যায়।দাঁড়িয়ে গিয়ে খেয়াল হয় নিজের শরীরে বুক থেকে হাটু পর্যন্ত একটা তোয়ালে দিয়ে ঢাকা বাকিটা খোলা...
চিৎকার দিবে তার আগে ই ,এক লাফে ওর মুখ চেপে ধরে......(তুর চোখ বড়ো বড়ো করে তাকিয়েছে)দেখ ইচ্ছে করে কিছু হয়নি....চিল্লাস না প্লিজ...!আর আমি.... তো বাইরের কেউ না।আমিই তো..... ইইয়য়্যা....মানে আমি তো কিছু দেখিনি.... আমি তো তোর...ব্যা..গ....
(আর কিছু বলতে না দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে,ওর শরীর কাঁপছে প্রচন্ড কাঁপছে একদম দাঁতে দাঁত বারি লাগছে.... মনে হচ্ছে একখনি জ্ঞান হারাবে....ওমা গো.... একি হোলো সব দেখে নিয়ে বলে কিছু দেখেনি... এ্যা....হ্যা.....এ্যাাআ.... )
ধ্রুবোর নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ,শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে,হার্ট বিট বেরে গেছে নড়ার শক্তি পাচ্ছে না.... প্রেয়সীর এই রুপ দেখে....!!!! ওহ...মাই...গড....!! এ..কোন রুপ দেখালো এই মেয়ে....!!!!!উফফ...!!!! আল্লাহ...বাঁচাও আমাকে!!!! বুকে হাত চেপে.... এই রুম থেকে প্রস্থান করলো........
চলবে....